২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দেশের নাম শুধুই ভারত রাখার প্রস্তাব খারিজ

-

দেশের নাম শুধু ‘ভারত’ থাক, বাদ দেয়া হোক ‘ইন্ডিয়া’। সংবিধান সংশোধন করে স্থায়ীভাবে দেশের নাম কেবল ‘ভারত’ রাখার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। গত বুধবার দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, এ ক্ষেত্রে আদালতের কিছুই করার নেই। সংবিধানেই ইন্ডিয়াকে ভারত বলেও উল্লেখ করা হয়েছে।
দেশের নাম বদলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন নমহ্ নামে দিল্লির এক ব্যবসায়ী। তার যুক্তি ছিল, ‘ইন্ডিয়া’ শব্দটি এ দেশের নয়। গ্রিক শব্দ ‘ইন্ডিকা’ থেকে এর উৎপত্তি। এর সাথে দাসত্বের ইতিহাস জড়িয়ে রয়েছে। তা পাল্টে দেশের নাম ভারত বা হিন্দুস্তানের মধ্যে যেকোনো একটি রাখলে, এ দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করবে মানুষ। বহুকাল ধরে দেশে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান প্রচলিত রয়েছে। তাই দেশের নাম ভারত রাখলে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই সার্থক হবে বলেও দাবি করেন তিনি।


আরো সংবাদ



premium cement