০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


হংকংয়ের বিশেষ সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

-

ভ্রমণ ও বাণিজ্যের ক্ষেত্রে হংকংয়ের বিশেষ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ে সরাসরি কার্যকরের বিধানকে শহরটির জন্য ‘ট্র্যাজেডি’ বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি হংকংকে আর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মনে করছেন না।
তিনি বলেন, “চীন ‘এক দেশ, দুই ব্যবস্থা’কে ‘এক দেশ, এক ব্যবস্থা’য় প্রতিস্থাপন করেছে। এটা হংকংয়ের জন্য একটা ট্র্যাজেডি। চীন হংকংয়ের স্বাধীনতা কেড়ে নিয়েছে।” ট্রাম্প জানান, শহরটির স্বায়ত্তশাসন ভূলুণ্ঠিত করায় জড়িত চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে কবে থেকে এবং কী ধরনের নিষেধাজ্ঞা জারি হবে তা নিশ্চিত করেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনা নজরদারির ঝুঁকি বেড়ে যাওয়ায় হংকং ভ্রমণে সতর্কতাও পুনর্বিবেচনা করবে মার্কিন স্বরাষ্ট্র বিভাগ। এ ছাড়া সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় চীন থেকে বিদেশী নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করে দেবে ওয়াশিংটন। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে হাজার হাজার চীনা শিক্ষার্থীর পড়াশোনা হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আরো সংবাদ



premium cement