০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


গুজরাটে মুসলিমদের ওপর গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ৪ অপরাধীর জামিন

-

মুসলিমদের ওপর গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত চার ব্যক্তিকে গতকাল বুধবার জামিন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গত বছর তাদের ২০০২ সালে ওই গণহত্যায় জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়া হয়েছিল।
গুজরাটের রাজধানী আহমেদাবাদের নোরাদা পাতিয়া এলাকায় ২০০২ সালে সংঘটিত ওই গণহত্যায় প্রায় ১০০ জন মুসলমানকে হত্যা করা হয়। একটি ট্রেনে অগ্নিসংযোগকে কেন্দ্র করে ওই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে উগ্রবাদী হিন্দুরা। পরে পুরো রাজ্যে তা ছড়িয়ে পড়ে।
সুপ্রিম কোর্টের বেঞ্চের প্রধান বিচারপতি এ এম খানভিলকার বলেন, তাদের দোষী সাব্যস্ত করার ব্যাপারটি বিতর্কিত। ফলে তাদের জামিন দেয়া হয়েছে। গত বছরের জুনে গুজরাটের হাইকোর্ট এই চারজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। এ ব্যাপারে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল, এ ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে এ ধরনের শাস্তিই উপযুক্ত। উল্লেখ্য, এ গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের বেশির ভাগ ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট।


আরো সংবাদ



premium cement