
হাদিসের কথা
- ২৮ নভেম্বর ২০২১, ০০:০০

দুনিয়ার আকর্ষণ বিনাশের কারণ
রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, ‘আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না। কিন্তু তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে, তোমাদের ওপর দুনিয়া এরূপ প্রসারিত হয়ে পড়বে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর প্রসারিত হয়েছিল। আর তোমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, যেমন তারা আকৃষ্ট হয়েছিল। আর তা তোমাদের বিনাশ করবে, যেমন তাদের বিনাশ করেছে।’
Ñ(সহিহ বুখারি-৩১৫৮)