Naya Diganta

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না দেবদাসের

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না দেবদাসের

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেবদাস মণ্ডল (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঞ্জাশিরা গ্রামের নিতাই মণ্ডলের ছেলে। দর্শনার একটি এনজিওতে দেবদাস চাকরি করতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে মহেশপুর পৌর এলাকার চড়কতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সকালে জীবননগর থেকে এক এনজিও কর্মী পূজার ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় চড়কতলা মোড়ে পৌঁছালে একটি বালিবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটিকে টেনে হেঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। একপর্যায়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন দেবদাস।

পরে মহেশপুর ফায়ারসার্ভিস কর্মীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মহেশপুর থানার ডিউটি অফিসার জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।