০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

- ছবি: নয়া দিগন্ত

মধ্যযুগীয় কায়দায় হাত বেঁধে মারধোর, কান ধরে উঠবস করানো, বিচারের নামে দেড় লক্ষ টাকা জরিমানা করা, মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রতিনিয়ত জীবন নাশের হুমকির অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী।

শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকার বিরুদ্ধে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এসব অভিযোগ আনেন একই ইউনিয়নের মরহুম সাহেদ আলীর ছেলে মো: সুরুজ আলী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৮ মার্চ আমার দুঃসম্পর্কের আত্মীয় হাসেম আলী ও নবী হোসেনের সাথে যোগসাজশে চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার চাঁন মিয়া আমার বিরুদ্ধে নারী নির্যাতনের ভূয়া অভিযোগ এনে আমাকে মধ্যযুগীয় কায়দায় ব্যাপক মারধোর করেন, কান ধরে উঠবস করান ও আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। পরে আমি বাড়িতে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চেয়ারম্যানসহ পাঁচজনের নামে শেরপুর কোর্টে মামলা করেছি।

তিনি আরো বলেন, এই মামলা করার ফলে চেয়ারম্যানসহ তার লোকেরা আমাকে প্রতিনিয়ত মেরে ফেলা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। এতে ভীত হয়ে আমি থানায় লিখিতি অভিযোগ করি। তারপরেও চেয়ারম্যান টাকা দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মিথ্যা মামলা করে। মিথ্যা মামলা করার পরে গত ৯ এপ্রিল আবার চেয়ারম্যানের লোকজন আমাকে ও আমার স্ত্রীর ওপর হামলা ও মারধোর করেন। এখন প্রতিনিয়ত চেয়ারম্যান তার লোকজন দিয়ে আমাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে থাকেন।

সুরুজ আরো বলেন, ৯ এপ্রিল আমাকে মারধোর করার ঘটনায় আমার স্ত্রী শেরপুর কোর্টে মামলা করেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে। গত ২৫ ও ২৬ মে আমাকে আবারো রাস্তা রোধ করে মারধোর ও মামলা তুলে নেয়ার জন্য চাপ দেন। এমতাবস্থায় চেয়ারম্যানসহ উল্লেখিত আসামিরা যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি এখন প্রতিটা মুহূর্ত জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। তাই আসামিদের উপযুক্ত শাস্তি ও ন্যায় বিচার পাই ও আমার জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, সুরুজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আছে। তাই বিচার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তবে তাকে কোনো মারধোর বা নির্যাতন করা হয়নি।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল