২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জলন্ত চুলার কাছে অগ্নিদগ্ধ বৃদ্ধার লাশ

জলন্ত চুলার কাছে অগ্নিদগ্ধ বৃদ্ধার লাশ -

ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে সখিনা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ধারণা রান্না ঘরে গ্যাসের চুলা জালাতে গিয়ে অসাবধানবশত চুলার ওপর পড়ে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন তিনি। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের টিচার্স রোডে ওই বৃদ্ধার ছেলে সিদ্দিক হোসেনের বাসায় দুর্ঘটনাটি ঘটে। মৃত সখিনা খাতুনের স্বামীর নাম হালিম উদ্দিন।

জানা যায়, বৃদ্ধার ছেলে সিদ্দিক ও তার পরিবারের লোকজন ঘটনারদিন দুপুরে তার শ্বশুর বাড়ি বাগুয়া গ্রামে বেড়াতে যান। তখন বাসায় একাই ছিলেন বৃদ্ধা। বিকেল ৪টার দিকে তারা বাসায় ফিরে দেখতে পান সখিনা জলন্ত গ্যাসের চুলার কাছে অগ্নিদগ্ধ হয়ে পড়ে আছেন। তার শরীরের বেশ কিছু অংশ আগুনে পুড়ে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকূল সরকার জানান, ওই বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। গ্যাসের চুলায় খাবার গরম করতে যেয়ে অগ্নিদগ্ধ হন ও ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে কেউ অভিযোগ না করায় ওই বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement