৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

- নয়া দিগন্ত

ময়মনসিংহের ধোবাউড়ায় বেতগাছিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম হযরত আলী।

জানা যায়, বুধবার ময়মনসিংহের ধোবাউড়ায় বেতগাছিয়া গ্রামের কৃষক হযরত আলীর ওপর মৃত মফিজ উদ্দিনের ছেলে নূর হোসেন ও মুশিকুর রহমান দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।

বুধবার সকালে হযরত আলী বাড়ির পাশের জমিতে ধানের চারা লাগাতে গেলে নূর হোসেন ও মুশিকুর রহমানসহ চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে হযরত আলীর ওপর হামলা চালান। হযরত আলীর চিৎকার শুনে তার ভাই কুদরত আলী এগিয়ে এলে হামলাকারীরা লাঠি ও দা দিয়ে ওই দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় আহত দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে হযরত আলীর মৃত্যু হয়।

মারামারির ঘটনায় বুধবার বিকেলে ধোবাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement