০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


বেড়াতে নিয়ে পিইসি পরীক্ষার্থীকে ধর্ষণ

- প্রতীকী ছবি

প্রাইমারি শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) কেন্দ্রে আনা-নেয়ার কাজে নিয়োজিত রিকশাচালকের বিরুদ্ধে এক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ধর্ষণের শিকার পরীক্ষার্থীকে শেরপুর জেলা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রিকশাচালক হাবিবুল্লাহ মিয়া (৩৫) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের লালা মিয়ার ছেলে। দুই সন্তানের জনক হাবিবুল্লাহ ঘটনার পর পরই পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ী শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই পিইসি পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে আনা-নেয়ার জন্য প্রতিবেশী রিকশাচালক হাবিবুল্লাহকে চুক্তি করা হয়েছিল। রবিবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে হাবিবুল্লাহ ওই পরীক্ষার্থীকে বাড়িতে না পৌঁছে দিয়ে বেড়ানোর কথা বলে মধুটিলা ইকোপার্কে নিয়ে যায়। সেখানে রিকশাচালক হাবিবুল্লাহ ওই শিক্ষার্থীকে একটি জঙ্গলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তাকে বাড়ি পৌঁছে দিয়ে সটকে পড়ে ওই রিকশাচালক।

বাড়ি ফিরে ওই শিশুটি অস্বাভাবিক আচরণ করায় এবং রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি জানতে পারেন। প্রচণ্ড রক্তপাত হওয়ায় সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনা জানার পর সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ও থানার পুলিশ হাসপাতালে শিশুটিকে দেখতে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পর শেরপুর জেলা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বলেন, পিইসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
স্বাভাবিক পরিবেশে বাঁচাতে হলে গাছ রোপণ করতে হবে : প্রফেসর ড. আব্দুর রব দিনাজপুরে দিনে টার্গেট করে রাতে ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ৫ ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে দেশসেরা সিরাজগঞ্জের অয়ন যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের রাজশাহীতে তরুণকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার চাঁদপুরে পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত সুন্দরবনে আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরাইলের রাফাহ অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানালো হামাস নিজ্জর হত্যার কানাডায় গ্রেফতার ৩ ভারতীয় যুবকের পরিবার কী বলছে?

সকল