০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ঈশ্বরগঞ্জে মাজেদ বাবুকে ধানের শীষে দেখতে চান তৃণমূল নেতারা

লুৎফুল্লাহেল মাজেদ বাবু -

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রতিযোগিতায় ১৩ জন বিএনপি থেকে মোনোনয়ন প্রার্থী হয়েছেনে। প্রার্থীরা হচ্ছেন সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, একেএম হারুন অর রশিদ, আমিরুল ইসলাম ভূইয়া মনি, ফিরোজ আহমেদ ভুলু, ফরিদ উদ্দিন ফরিদ, আওরঙ্গজেব বেলাল, কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট শাহজাহান, রহুল আনি মাস্টার, ইফতেকার আলম শামীম, ইশতেয়াক আহমদ জাবির বিবেক ও এমদাদুল হক মিলন।

মনোনয়ন প্রার্থীদের মাঝে তৃণমূল নেতাদের কাছে গ্রহণযোগ্যতায় এগিয়ে আছেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ১৩ জন প্রার্থীর অধিকাংশও চান প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকেই দেয়া হোক দলীয় মনোনয়ন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়নপ্রত্যাশি একেএম হারুন অর রশিদ জানান, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন দলীয় নেতাকর্মীদের নানা ভাবে নির্যাতন ও হয়রানি করাতে তৃণমূল নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপর দিকে লুৎফুল্লাহেল মাজেদ বাবু দলের কঠিন সময়ে এসে হাল ধরেছেন। সরকার কর্তৃক নির্যাতিত তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়েছেন। তাই তৃণমূল নেতারা চান ‘ধানের শীষ’ প্রতীক মাজেদ বাবুকেই দেয়া হোক।

একই অভিমত দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী ফিরোজ আহমদ ভুলু, মনোনয়নপ্রত্যাশী রুহুল আমিন মাস্টার, অ্যাডভেটেক শাহজাহান, ফরিদ উদ্দিন ফরিদ, আওরঙ্গজেব বেলাল।

দলটির তৃণমৃল নেতারা জানান, বর্তমান নির্বাচনটি একটি চ্যলেঞ্জিং নির্বাচন। এ নির্বাচনে এ এলাকায় মাজেদ বাবুকে ছাড়া অন্য কেউ মনোনয়ন পেলে ভোটের মাঠে শেষ পর্যন্ত ঠিকে থাকতে পারবেন কি না সন্দেহ আছে। তাই দলের এ চ্যালেঞ্জিং মুহূর্তে ঈশ্বরগঞ্জ আসনটি পেতে চাইলে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় মুখ লুৎফুল্লাহেল মাজেদ বাবুকেই প্রয়োজন।

উল্লেখ্য, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৭০ হাজার ৭৮৭ জন।


আরো সংবাদ



premium cement
একটি গাছ কাটার বদলে ২০টি গাছ লাগাবে বিআইডব্লিউটিএ বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ করবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে টেটাযুদ্ধ : নিহত ৩, আহত অর্ধশতাধিক ৩৮ দিনে বজ্রপাতে ৩৫ কৃষকসহ ৭৪ জনের মৃত্যু দেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের মহোৎসব চলছে : টিআইবি সন্তোষজনক ভোটার উপস্থিতিতে স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে : হাছান মাহমুদ বগুড়ায় ছটফট করতে করতে স্বামী-স্ত্রীর মৃত্যু ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮ কুয়াকাটায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হামাসের নৌ-কমান্ডার নিহত, দাবি ইসরাইলের

সকল