২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


গৌরীপুরে বিএনপির র‌্যালিতে পুলিশের লাঠিচার্জে আহত-৫

-

ব্যাপক পুলিশি মহড়ার মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে পৃথক গ্রুপে পালিত হলো বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্বস্ব গ্রুপে যোগদাস করেন। র‌্যালী শেষে ফেরার পথে পুলিশি হামলায় অন্তত ৫ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। আহতরা হলেন যুবদল নেতা মানিক, স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন, শহীদুল্লাহ, ছাত্রদল নেতা জিকু, নাদিম, সুমন।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নুরুল হকের নেতৃত্বে কালিপুর মধ্যমতরফ থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বালুয়াপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নুরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক হাবিবুল ইসলাম শহীদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, জেলা উত্তর ছাত্রদলের সহ সম্পাদক নুরুজ্জামান সোহেল প্রমুখ। অপর দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের নেতৃত্বে দুপুরে শহরের ধান মহাল থেকে র‌্যালীর প্রস্তুতি নিয়ে পুলিশ বাধাঁয় তা পন্ড হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, হাফেজ আজিজুল হক, উসমান মাষ্টার, শাহজাহান কবির হিরা, জেলা যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ, তাজিজুল ইসলাম রাঙ্গা, ছাত্রদল নেতা এমএ বাশার ঝুলন সহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে বিকেল ৪টার দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্নআহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মদ তায়েবুর রহমান হিরনের নেতৃত্বে নেতাকর্মীরা শহরে পুলিশি বাধাঁ ভেঙ্গে র‌্যালী ও সমাবেশ করেছেন। এসময় নেতাকার্মীরা সরকার বিরোধী শ্লোগান দেন। র‌্যালী শেষে ইসলামাবাদ মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা কোয়াসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, তাজুল ইসলাম খোকন, শ্রমিকদল নেতা শহীদুর ইসলাম, জেলা উত্তর ছাত্রদল নেতা হুমায়ুন কবির প্রমুখ।


আরো সংবাদ



premium cement
রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির আভাস, তারপরও কেন ‘হিট অ্যালার্ট’ মারকাযুদ দিরাসার সবক উদ্বোধন করবেন বাইতুল মোকারমের খতিব যুক্তরাষ্ট্রে গুলিতে ২ বাংলাদেশী নিহত ভারতের বিশ্বকাপজয়ী কোচ এবার পাকিস্তানে ইউরোপে চীনের গুপ্তচরবৃত্তি বাড়ার অভিযোগ ফিলিপাইনে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিতের ঘোষণা বিএনপি গরিবের পাশে দাঁড়ায় আর আ’লীগ সরকারি ত্রাণ চুরি করে : ইশরাক চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস সেন্ট লুইসে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে আটক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন গাজা বিষয়ক সম্মেলনে আতিথেয়তা করবে সৌদি আরব

সকল