০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র ব্রিজে ডাকাতি

-

ময়মনসিংহের গফরগাঁও-সালটিয়া-হাজিগঞ্জ সড়কে চরআলগীর ব্রহ্মপুত্র ব্রিজে ডাকাতি সংগঠিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী উপজেলার হোসেনপুর গ্রামের ঠিকাদার সাজ্জাদ হোসেন জয় ও পিতলাকান্দি গ্রামের বিজিবি সদস্য আব্দুল কাদির ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে নেমে সিএনজি ও অটোরিক্সা যোগে নিজ নিজ বাড়িতে যাচ্ছিলেন। সিএনজি ও অটোরিক্সাটি চরআলগীর ব্রহ্মপুত্র ব্রিজের উপর পৌঁছলে একদল ডাকাত তাদের গাড়ি গতিরোধ করে। পরে ডাকাতরা ব্রিজের উপর বাঁশের খুটি দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ডাকাতি করে। এ সময় ডাকাতদলকে বাঁধা দিতে গিয়ে ছুড়িকাঘাতে আহত হয় বিজিবি সদস্য আব্দুল কাদির। ট্রেনযাত্রী ঠিকাদার সাজ্জাদ হোসেন জয় জানান, ডাকাতরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলসেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement