২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। - ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। এই তারকার বাসা থেকেই এমনটা ঘটেছে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যান্সি জানান, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।

‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য পাওয়া ওই পুরস্কারটি চুরি যাওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল তাহমিনা হঠাৎ জানায় যে সে কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অযুহাতে কাজ ছেড়ে দেয়।’

ন্যান্সি আরো বলেন, ‘ঈদের আগে ঘর গোছাতে গিয়ে দেখি, স্বর্ণপদক ও আমার আরো কিছু জুয়েলারি নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে তাহমিনার বোনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় তাহমিনা চুরি করেছে।’

অন্য কিছু পাওয়া না গেলেও তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি ফিরে পেতে চান তিনি।

উল্লেখ্য, এক যুগের বেশি সময় দেশের সঙ্গীতাঙ্গনে নিয়মিত গান করছেন ন্যান্সি। ২০১১ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমায় ‘দুই দিকে বসবাস’ গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চিরস্থায়ীভাবে বাকশাল করতে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে : রিজভী স্কুল-কলেজ খোলার দিনেই পরিবহন ধর্মঘটের দুর্ভোগে চট্টগ্রামের মানুষ তিন মোটরসাইকেল চালকসহ নিহত ৫ চলনবিলের ২৫ নদী ভুগছে দখল দূষণ ও নাব্যতা সঙ্কটে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে আর্থিক রিপোর্টিং মান অনুসরণের নির্দেশনা বীমা প্রতিষ্ঠানকে লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যার ১ বছরেও প্রধান আসামি জেহাদি অধরা মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলি ও ককটেল নিক্ষেপ কোরবানির জন্য ১ কোটি ৩০ লাখ গবাদিপশু প্রস্তুত : প্রাণিসম্পদ মন্ত্রী নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া নিহত গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচের ইসলাম গ্রহণ

সকল