০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ফিতরা নির্ধারণে বৈঠক আজ

-

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত হবে তা জানা যাবে আজ। গতকাল এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সদাকাতুল ফিতর নির্ধারণ এবং পরে ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে। ফিতরা নির্ধারণের জন্য বৈঠকে কমিটির সদস্য দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা উপস্থিত থাকবেন।
গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা। ইসলামী শরিয়াহ মতে, সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। সে হিসাবে এবার সর্বনিম্ন ফিতরা বাড়তে পারে। কারণ যেসব পণ্যের ওপর ভিত্তি করে এ ফিতরা নির্ধারণ হয় সেগুলোর প্রতিটির দাম গত বছরের চেয়ে বেড়েছে।


আরো সংবাদ



premium cement