২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সানজানা আত্মহত্যা প্ররোচনায় বাবা শাহীন আলম গ্রেফতার

-

রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার আত্মহত্যা প্ররোচনার মামলায় তার বাবা শাহীন আলমকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল দুপুরে ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন। তিনি বলেন, ঘটনার পর মামলার আসামি নিহতের বাবা শাহীন আলম ঢাকা থেকে পালিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মগোপনে যায়। সানজানার মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাব অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গত ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দিকা। সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদি হয়ে মামলা করেন। মামলায় ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়। আত্মহত্যার আগে সানজানা তার বাবা শাহীন ইসলামের বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে যায়। যাতে উল্লেখ করা হয় ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’


আরো সংবাদ



premium cement