০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মসজিদকে দ্বীনি দাওয়াত ও সমাজ উন্নয়নের কেন্দ্র বানাতে হবে: মসজিদ মিশন

-

বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, মসজিদ মুসলিম উম্মার দ্বীন দাওয়াত পরিচালনা, সমাজ উন্নয়ন ও সমাজ সেবার মারকাজ। ইমামের ইমামতিতে যেভাবে সালাত কায়েম হয়। সে ইমামের নেতৃত্বেই সমাজ সেবা, সমাজ উন্নয়নে মুসল্লিদেরকে সম্পৃক্ত করতে হবে। তাহলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, অপরাধমুক্ত আদর্শ সমাজ গঠন সম্ভব।
গতকাল বাংলাদেশ মসজিদ মিশন কুমিল্লা উত্তর জেলার বাছাইকৃত ইমাম খতিবদের এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জেলা সভাপতি শায়েখ মাওলানা মিজানুর রহমান আতিকের সভাপত্বিতে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন- আঞ্চলিক দায়িত্বশীল বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যক্ষ লিয়াকত আলী ভূঁইয়া, জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আলী আশ্রাফ খান। ইমাম খতিবদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা জালাল উদ্দিন রুমী, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আলেকুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ বাহাদুর, মাওলানা আলাজুদ্দিন সিরাজী, মাওলানা আবুল কাশেম বুধানিয়া, মাওলানা বাশিরুল্লাহ, মাওলানা ছামির রহামান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, মাওলানা সাদিকুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান মিয়াজী, মাওলানা শাখাওয়াত রহমান প্রমুখ।
অপর এক যৌথ বিবৃতিতে মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক হতে হবে। বিত্তবানদের থেকে সহযোগিতা নিয়ে মসজিদ মিশন তার দক্ষ কর্মী বাহিনী নিয়ে অসহায় বনি আদমের খেদমতের সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত। আপনিও সহযোগিতা করতে পারেন (বাংলাদেশ মসজিদ মিশন হিসাব নং- - 85, IBBL, Elephant Road Branch, Bikash 01787452476.। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement