২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গোপনে সীতাকুণ্ড পৌর বিএনপির কমিটি গঠনের অভিযোগ

-

ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে গোপনে সীতাকুণ্ড পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বিতর্কিত কমিটি গঠন নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখন মুখোমুখি। জানা গেছে, পৌরসভা বিএনপির সদস্য সচিব ছালে আহম্মদ বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন কয়েক দিন আগে। এরপর তিনি ও সিনিয়র সদস্য শামছুল আলম আজাদ ফেসবুকে কমিটির ঘোষণা দেন। পরে কমিটিগুলোর আহ্বায়ক অনুমোদন করেন। পৌর আহ্বায়ক জাকির হোসেন এ বিষয়ে বলেন, সদস্য সচিব ও কমিশনার আজাদসহ কয়েক নেতা তার বাড়িতে এক বিয়ে অনুষ্ঠানে আসেন। তারা কৌশলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের দোহাই দিয়ে বিভিন্ন ওয়ার্ডের গঠন করা কমিটিতে আমার স্বাক্ষর নিয়েছে। তবে কমিটি গঠনের অনিয়মের বিষয়টি জেলা শাখা খতিয়ে দেখছেন। তিনি বলেন, গোপনে বিভিন্ন ওয়ার্ডের কমিটি করাটা অত্যন্ত দুঃখজনক। এ দিকে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ভূঁইয়া দাবি করেন, তার ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের কমিটি ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আজাদের বাসায় করা হয়েছে। এসব কমিটি গঠনের সময় কোনো নেতাকর্মী ছিলেন না। এককভাবে কাগজে লিখে নিজের ফেসবুকে দিয়েছেন আজাদ। ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি সেলিম উদ্দিন বলেন, বিয়ে বাড়িতে কমিটি গঠিত হচ্ছে অথচ নেতাকর্মীদের এ বিষয়ে জানানো হয়নি। অবশ্য সদস্য সচিব ছালে আহম্মদ ও আজাদ কমিশনার বলেন, কমিটি নিয়ম মোতাবেক হয়েছে।


আরো সংবাদ



premium cement