২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


এহসান গ্রুপের বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলার তদন্তে পিবিআই

-

পিরোজপুরের আলোচিত এহসান গ্রুপের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলার তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জেলার নাজিরপুর উপজেলার পাতিলাখালী গ্রামের বাসিন্দা মো: ছালেক শেখের ছেলে মো: ঈস্র্রাফিল শেখ বাদি হয়ে সম্প্রতি পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টাকা আত্মসাতের অভিযোগ এনে নাজিরপুর উপজেলার মাঠকর্মী মো: সাইয়েদুর রহমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই মাঠ কর্মীর পরিবারের আরো দুই সদস্যকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে এহসান গ্রুপের মাঠকর্মী মো: সাইয়েদুর রহমান মামলার বাদি ও তার পরিবারের সাত লাখ ৮৮ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মাঠকর্মী সাইয়েদুর রহমান বলেন গ্রাহকদের টাকা আমি এহসান গ্রুপের প্রধান কার্যালয়ে জমা দিয়েছি। তিনি বলেন আমার ও আমার পরিবারের প্রায় ১০ লাখ টাকা এহসানের কাছে জমা রয়েছে। এ ব্যাপারে তদন্ত টিমের কর্মকর্তা মো: বায়জিদ হোসেন জানান, আমরা আদালতের নির্দেশে তদন্ত করছি। তদন্ত শেষ হলে রিপোর্ট পাওয়া যাবে।
উল্লেখ্য পিরোজপুর শহরতলির খলিশাখালী এলাকার বাসিন্দা মুফতি মো: রাগীব আহসান শহরের সিও অফিস এলাকায় এহসান গ্রুপ নামে একটি মালটিপারপাস কোম্পানি খুলে ২২ হাজার মাঠকর্মী নিয়োগ দিয়ে উপকূলীয় এলাকার বিভিন্ন জেলা থেকে গ্রাহকদের প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসান ও তার ভাই মুফতি মাহমুদুল হাসান, মো: খাইরুল ইসলাম ও মো: আবুল বাশার জেলহাজতে রয়েছেন।


আরো সংবাদ



premium cement