২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

এম এ আজিজ স্টেডিয়ামে টেস্টের অনার্স বোর্ড

-

দেশের দ্বিতীয় এবং বিশ্বের ৮২তম টেস্ট ভেনু হিসেবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের অভিষেক হয়েছে ২০০১ সালের ১৫ নভেম্বর। এই ভেনুতেই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। হাবিবুল বাশার সুমনের প্রথম টেস্ট সেঞ্চুরি, আশরাফুলের বীরত্বগাথা টেস্ট ইনিংস, দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার জ্যাক রুডলফ টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরির ইতিহাস ও সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এনামুল হক জুনিয়র টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এই ভেনুতেই।
বন্দরনগরীতে দ্বিতীয় টেস্ট ভেনু হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যাত্রা শুরু হওয়ার পর থেকে গুরুত্ব কমে গেছে এম এ আজিজ স্টেডিয়ামের। ২০০৫ সালের ১০ জানুয়ারির পর এই ভেনুতে আর আইসিসির স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এম এ আজিজ স্টেডিয়ামের দুই দশক পূর্তি উপলক্ষে ৮টি টেস্টে ১২টি সেঞ্চুরি এবং ৯টি ৫ উইকেটের ইনিংসের কীর্তিমানদের কীর্তি কাঠের ওপর খোদাই করে একটি অনার্স বোর্ড স্টেডিয়াম কর্তৃপক্ষকে হস্তান্তর করেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী (মরহুম জহুর আহমেদ চৌধুরীর ছেলে), সিজেকেএস যুগ্ম সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।


আরো সংবাদ



premium cement