২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
মতবিনিময়ে ড. হোসেন জিল্লুর

শিক্ষা খাতের সঙ্কট নিরসনে সমন্বিত প্রয়াস জরুরি

-

করোনার ফলে স্বাস্থ্য ও অর্থনীতি খাতের পুনরুদ্ধার নিয়ে যেভাবে গুরুত্ব দেয়া হয়েছে সেরূপ শিক্ষা খাতকেও সর্বাধিক গুরুত্ব দেয়া অপরিহার্য। শিক্ষার্থীদের ঝরে পড়ার পাশাপাশি বর্তমানে শিক্ষকদেরও শিক্ষকতা পেশা থেকে আশঙ্কাজনক হারে বিচ্যুতি ঘটছে যা মানসম্পন্ন শিক্ষা অর্জনের পথে অন্তরায়। শহর, গ্রাম, পিছিয়ে পড়া অনগ্রসর এলাকাসহ সারা দেশের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে শিক্ষা খাতের সঙ্কট নিরসনে সবার সমন্বিত প্রয়াস জরুরি। পিপিআরসির উদ্যোগে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভের (সিআরআই) কনফারেন্স হলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পিপিআরসির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান উপরিউক্ত কথাগুলো বলেন।
সভায় উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ মুহাম্মদ জুলকারনাইন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, নাট্যব্যক্তিত্ব সজল চৌধুরী, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দীন, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান আহছান হাবীব, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজীম, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, মাতৃভূমি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক কাজী ইকবাল আহছান মঞ্জু, আগ্রাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অর্পিতা নার্গিস, ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কায়ছার, সমাজকর্মী নেছার আহমেদ খান, সংগঠক হাসান মারুফ রুমি, বোয়ালখালী উপজেলার কধুরখীল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, অধ্যক্ষ মাওলানা এম সোলায়মান কাসেমী, শিক্ষক শফিউর রহমান, বাওয়া কলেজের শিক্ষক শিমুল মুহুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement