২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
মিতু হত্যা মামলা

ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল থেকে গ্রেফতার ভোলা

-

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি চট্টগ্রাম নগরের ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি এহতেশামুল হক ভোলাকে গত শুক্রবার রাতে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল হয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল তারা।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষকুমার চাকমা জানিয়েছে, গ্রেফতার ভোলাকে চট্টগ্রামে আনার পর গতকাল শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে আলোচিত এ মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন এহতেশামুল হক ভোলা। পরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ভোলাকে চার সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। ভোলা আত্মসমর্পণ না করে সময়ের আবেদন করেন। ভোলা হাইকোর্টের নির্দেশনা পালন না করায় আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


আরো সংবাদ



premium cement