২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফেনীর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চায় বিএনপি

-

ফেনী শহরে গত শনিবার বিকেলে সংঘর্ষের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জেলা বিএনপি। একই সাথে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তপূর্বক গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গতকাল রোববার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকার দলীয়রা পূর্বপরিকল্পিতভাবে সন্ধ্যার পরপরই কয়েকটি দলে বিভক্ত হয়ে মসজিদ-মন্দির ও দোকানপাটে হামলা-ভাঙচুর, লুটপাট করেছে, যা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই শনাক্ত করা যাবে।
বিএনপি নেতৃবৃন্দ গতকাল সকালে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বাহার-আলাল ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তারা।


আরো সংবাদ



premium cement