০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

-

নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির আবাহনী ক্রীড়া কমপ্লেক্সে শেখ কামালের প্রতিকৃতি ও বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগ এবং তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকার সমর্থক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কুরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আযোজন করে। শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা দামের একটি ডাটাকার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে গতকাল সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন। শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গতকাল প্রথমবারের মতো প্রবর্তিত শেখ কামাল এনএসসি পুরস্কার-২০২১ প্রদান করে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরো সংবাদ



premium cement