০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


রোহিঙ্গাদের নিয়ে বিশ্বব্যাংকের প্রস্তাবনায় জাতিসঙ্ঘের মুখোশ উন্মোচন : মুসলিম লীগ

-

বাংলাদেশ মুসলিম লীগের ভার্চুয়াল মিটিংয়ে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিমকে উৎখাত করায় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসঙ্ঘ ও পাশ্চাত্যের কিছু রাষ্ট্রের প্রতিনিধি উদ্বাস্তু শিবিরগুলো পরিদর্শন করতে এসে সাহায্য সহযোগিতা দেয়াসহ উদ্বাস্তু রোহিঙ্গাদের জন্মভূমিতে পাঠানোর আশ্বাস দিলেও এখন তাদের জন্মভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য জাতিসঙ্ঘ মিয়ানমার সরকারের ওপর কার্যকর কোনো চাপ প্রয়োগ করছে না।
এটা ছিল জাতিসঙ্ঘের মোড়ল রাষ্ট্রগুলোর কৌশল ও ঘৃণ্য প্রতারণা। এখন উদ্বাস্তু রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদানসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে পূর্ণ অধিকার দেয়ার নগ্ন প্রস্তাবটি দিয়ে জাতিসঙ্ঘ তাদের মুখোশ উন্মোচন করেছে এবং মুসলিম জাতিসত্তাবিরোধী চেহারাটি বিশ্বব্যাপী প্রকাশ করেছে।
গতকাল দুপুরে দলীয় সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী ও মর্তুজা আলী চৌধুরী, অন্যতম সহসভাপতি নজরুল ইসলাম, শেখ আব্দুল কাইয়ুম যশোরী, অ্যাডভোকেট মোহাম্মদ জসীম উদ্দিন, অতি: মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ এ কাফী, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্যা, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডাক্তার হাজেরা বেগম, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, অধ্যাপক জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সবুর, ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গণি, সদস্য সচিব মামুনুর রশিদ, ছাত্র নেতা নুরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement