২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`

কিডনি চিকিৎসায় স্বর্ণপদক পেলেন ৫ চিকিৎসক

-

কোভিডকালীন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচ কিডনি চিকিৎসক স্বর্ণপদক পেয়েছেন। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই গোল্ড মেডাল দেয়া হয়।
পদকপ্রাপ্ত পাঁচ চিকিৎসক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা: মোহাম্মদ রফিকুল আলম, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: মুহিবুর রহমান, জাতীয় কিডনি হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ডা: মো: আইয়ুব আলী চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আছিয়া খানম, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: নিজামুদ্দিন চৌধুরী।

 


আরো সংবাদ



premium cement