২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় সংসদে আইআইইউসি সম্পর্কে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদ ট্রাস্টি বোর্ডের

-

গত ১৭ জুন জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করেছেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আ ন ম শামশুল ইসলামসহ বোর্ড অব ট্রাস্টিজের অন্য সদস্যরা।
গতকাল এক বিবৃতিতে বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে বলা হয়, প্রদত্ত বক্তব্যে- (১) মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাকে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি করা হয়েছে, (২) আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম জামায়াতের একাডেমিক ও অর্থনৈতিক রাজধানী এবং (৩) আইআইইউসির ১০ হাজার কোটি টাকা মূল্যের অবকাঠামো নির্মাণে তার অবদান আছে- মর্মে তিনি যে অসত্য, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক তথ্য উপস্থাপন করেছেন, আমরা আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম- রাষ্ট্রের আইনি কাঠামোর মধ্যে পরিচালিত একটি বেসরকারি বিশ^বিদ্যালয়। এই বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্ট নিবন্ধন আইনে গঠিত একটি আইনি সংস্থা। বেসরকারি বিশ^বিদ্যালয় আইন, ২০১০ এর ধারা-১৫ তে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে, ‘প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য একটি বোর্ড অব ট্রাস্টিজ থাকিবে এবং উক্ত বোর্ডের সদস্যগণের মধ্য হইতে একজন সদস্য বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হইবেন।’ যেকোনো ব্যক্তি আবেদন করলেই সরকার কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ তাকে সভাপতি বানিয়ে দেয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে আইআইইউসি পরিচালনার জন্য এর প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টি আইনসিদ্ধ একমাত্র পরিচালনা পর্ষদ যার সভাপতি আ ন ম শামশুল ইসলাম।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বর্তমান সরকারের একজন সংসদ সদস্য হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে একই নামে দ্বিতীয় একটি ট্রাস্ট গঠনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র ও জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস হতে নামের ছাড়পত্র জোগাড় করেছেন বটে কিন্তু তা হাইকোর্ট বিভাগে চ্যালেঞ্জের সম্মুখীন। ইতোমধ্যে ১৮/০৩/২০২১ ইং তারিখে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আ ন ম শামশুল ইসলাম কর্তৃক দায়ের করা রিট পিটিশনের প্রাথমিক শুনানি অন্তে সংশ্লিষ্ট আদালতের বিচারপতিদ্বয় রুল ইস্যু করেছেন এবং প্রতিপক্ষের কেউ অ্যাফিডেভিট ইন অপজিশন দাখিল করে বলেননি যে আ ন ম শামশুল ইসলাম নেতৃত্বাধীন ট্রাস্ট কোন কারণে আইনগত কর্তৃত্ব হারিয়েছে। চলতি বছরের মার্চ মাসে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি কিছু সরকারদলীয় প্রভাবশালী ব্যক্তিবর্গকে সাথে নিয়ে চর দখলের মতো আইআইইউসি দখল করে নিয়েছেন। আমরা মনে করি, এ ধরনের বেআইনি কার্যক্রম আশ্রয়-প্রশ্রয় কিংবা বৈধতা পেলে, ভবিষ্যতে অনুরূপ আরো অপরাধের দ্বার উন্মুক্ত হবে, ন্যায়বিচার ভূলুণ্ঠিত হবে, দেশে এক ধরনের জবর-দখলনীতির সূচনা হবে।
আইআইইউসিকে ‘জামায়াতের একাডেমিক ও অর্থনৈতিক রাজধানী’ উল্লেখ করে মূলত তিনি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে তার অপকর্ম ঢাকার এক ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে, আইন ও বিধিবিধানের যথার্থ অনুসরণ করেই সরকার এই বিশ^বিদ্যালয় এবং বোর্ড অব ট্রাস্টিজের অনুমোদন দিয়েছে। বিগত ২৫ বছরে কোনো গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের কোনো মহল থেকে বিশ^বিদ্যালয় অথবা বোর্ড অব ট্রাস্টিজের বিষয়ে কোনরূপ অভিযোগ উত্থাপিত হয়নি। আইআইইউসি একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস বলেই অভিভাবকগণ এখানে তাদের সন্তানদের ভর্তি করান। গত ২৫ বছর যাবৎ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সব পর্ষদ/কর্তৃপক্ষগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা/বিধিবিধান/সার্কুলার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয় স্ট্যাটিউটস অনুযায়ী নিয়মনীতির মধ্যে পরিচালিত হয়ে আসছে এবং আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা আছে বলেই এই বিশ্ববিদ্যালয় আজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয়।
জনাব আবু রেজা এমপি মহান জাতীয় সংসদের মতো একটি জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্যে আইআইইউসির ১০ হাজার কোটি টাকা মূল্যের অবকাঠামো বিনির্মাণে তার অবদানের যে দাবি করেছেন তা নির্জলা মিথ্যাচার ছাড়া কিছু নয়। ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী অত্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিশ^বিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠাতা বা ট্রাস্টি বোর্ডের কোনো সদস্য না হয়ে কর্মরত একজন শিক্ষকের এমন দাবি নিতান্তই হাস্যকর।
বিবৃতিতে বলা হয়, এমতাবস্থায় দেশে আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে বিশ^বিদ্যালয়ের মতো বৃহত্তর জ্ঞানচর্চার এই বুদ্ধিবৃত্তিক পরিসরে এ ধরনের দুর্বৃত্তায়নে পৃষ্ঠপোষকতা না করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী কর্তৃক জাতীয় সংসদে প্রদত্ত মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement