২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রামপুরায় হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

-

রাজধানীর রামপুরা এলাকায় মুনা আক্তার ওরফে মুনা মোহাম্মদ (৩৮) নামে এক নারীকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করতে গেলেও পুলিশ তার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ না করে জিডি হিসেবে তালিকাভুক্ত করেছে। এ দিকে হামলাকারীদের হুমকিতে শঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন মুনা।
মুনা অভিযোগ করে বলেন, গত ৯ এপ্রিল বিকেলে তিনি স্থানীয় বৌবাজারের একটি কাপড়ের দোকানে বসেছিলেন। এ সময় বিউটি বেগম নামে এক নারী কয়েকজন দুর্বৃত্তকে সাথে নিয়ে তাকে বেদম মারধর করে। এ সময় তারা মুনার ব্যাগে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি রামপুরা থানায় জানানো হলে এসআই মারুফকে পাঠানো হয়। পরে মুনা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রামপুরা থানায় মামলা করতে গেলে এসআই মারুফ মামলা না নিয়ে জিডি করতে বলেন।
জানতে চাইলে রামপুরা থানার এসআই মারুফ জানান, তুচ্ছ একটি ঘটনায় সেখানে হামলা ও মারামারির ঘটনা ঘটেছিল। এটা নিয়ে উভয় পক্ষের জিডি নেয়া হয়েছে। সেটা আদালতে পাঠানো হয়েছে। আদালত যে নির্দেশনা দিবেন সেটাই করা হবে।


আরো সংবাদ



premium cement