২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কুমিল্লার যুবলীগ কর্মী হত্যা মামলায় কাউন্সিলর সাত্তার জেলহাজতে

-

কুমিল্লার চাঞ্চল্যকর মহানগর যুবলীগ কর্মী জিল্লুুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যা মামলায় এজাহার নামীয় ২ নম্বর আসামি ও কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে মুখ খুলেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি অনেক তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড শুনানি না করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় কাউন্সিলর আবদুস সাত্তার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে আদালতে ইতঃপূর্বে দেয়া এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীর বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে পিবিআই। জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান।


আরো সংবাদ



premium cement