২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জাজিরায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

-

জমিসংক্রান্ত বিরোধের জেরে শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর সীমান্তে জমি নিয়ে দুই পক্ষের হামলায় ফরহাদ নামের এক অটোবাইক চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। একই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাজিরা থানা ও নিহতের স্বজন মুজাম্মেল মাদবর জানান, উপজেলার পশ্চিম নাওডোবা তাহের মল্লিককান্দি গ্রামের জুলহাস বেপারি ও কালামিয়া মল্লিকের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসায় গতকাল বুধবার সকাল ৯টায় সালিস-দরবার হওয়ার কথা ছিল। জুলহাস বেপারির পক্ষ সালিস-দরবারে উপস্থিত না হওয়ায় আগামী ৪ ফেব্রুয়ারি আবার সালিস-দরবারের তারিখ নির্ধারণ করা হয়। এ অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে কালামিয়া মল্লিক বিরোধীয় জমিতে ভেকু দিয়ে মাটি কাটতে গেলে সাবেক চেয়ারম্যান জলিল গোমস্তার ভাগ্নে জুলহাস বেপারি ও তার লোকজন আগ্নেয় অস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কালা মিয়া মল্লিক ও তার লোকজনের ওপর হামলা চালায়। এই সময় শর্টগানের গুলিতে তৈয়ব আলী মল্লিকের ছেলে অটোবাইক চালক ফরহাদ মল্লিক (২৮), রেজু মল্লিক ও দিদার মুন্সি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement