২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দর্শনা স্থলবন্দরে আমদানি করা ভারতীয় চালের প্রথম চালান

-

ভারত থেকে আমদানি করা চালের একটি বড় চালান দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরে প্রবেশ করেছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চালানটি আসে। ওই দিন রাতে ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান কলকাতা সভিক এক্সপোর্টের মাধ্যমে ৪২ ওয়াগনে ভর্তি চালের প্রথম চালানটি ঢোকে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান নন-বাসমতি চালের জন্য এলসি খোলা হয়েছে, শনিবার রাতে ভারত থেকে আমদানি করা চাল প্রথম চালান দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ঢুকেছে, রোববার রাতে আরো একটি চালের চালান ঢুকবে বলে জানানো হয়েছে।
প্রথম চালানের চাল ২১ ওয়াগন যাবে পাবনার ঈশ্বরদি ও ২১ ওয়াগন যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া। দর্শনা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট লিমিটেডের স্বত্বাধিকারী আতিয়ার রহমান হাবু জানান চালের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা বাংলামোটরের মজুমদার ট্রেডার্স। আমদানি করা ৪২ ওয়াগন (১৭৭১,৪০০ টন) চালের বাংলাদেশী টাকায় বাজার মূল্য পাঁচ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৭৮১ টাকা।

 


আরো সংবাদ



premium cement