০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ভাসানচরের সুযোগ-সুবিধা দেখে রোহিঙ্গারা দলে দলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে। ভাসানচর ও আশপাশ এলাকার শান্তিশৃঙ্খলার জন্য এখানে ভাসানচর থানা উদ্বোধন করা হয়েছে। রোহিঙ্গারা এতদিন ভুল বুঝেছিল যে, এখানে তাদের নানা ধরনের অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থানা উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-৬ হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো: মোস্তফা কামালউদ্দিন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষাসেবা বিভাগের সচিব মো: শহিদুজ্জামান, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম, খান নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার নোয়াখালী আলমগীর হোসেন ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসহ সামগ্রিক বিষয়ে সবাইকে অবহিত করেন।
উল্লেখ্য, ভাসানচরে এক লাখ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ২০১৭ সালে এ থানা অনুমোদন জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। পরবর্তীতে ২০১৯ সালে এটি অনুমোদন পায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ায় নিন্দা : উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপির অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি। এপিবিএনের পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের ওই অনুষ্ঠানে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও কক্সবাজার ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের বাধা দেয়ার বিষয়টিকে খুবই দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন তারা।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে হেলিকপ্টারে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবতরণ করেন। সেখানে ক্যাম্প-৪, এক্সটেনশন-এ তে রোহিঙ্গা শরণার্থী মাঝিদের সাথে তিনি মতবিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি এপিবিএনের পুলিশ কর্মকর্তারা।

 


আরো সংবাদ



premium cement