২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মাইজভাণ্ডারীর উরস উপলক্ষে সমন্বয় সভা

-

সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১১৫তম উরস আগামী ২৪ জানুয়ারি মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ১৩ জানুয়ারি বুধবার গাউসিয়া হক মনিজলে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী, গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী এবং পর্ষদের সদস্য,মনজিলের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, উপজেলা নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, আজাদী বাজার পল্লীবিদ্যুৎ সমিতি-২, জনস্বাস্থ্য প্রকৌশলী, স্যানিটারি ইন্সপেক্টর এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার। সভায় দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ মনজিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও উরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব মনজিল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়। ১১ মাঘ ২৫ জানুয়ারি সকাল বেলা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে উরসের প্রধান দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘটবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement