০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


এভারকেয়ারে ২৪ সপ্তাহের শিশুর সফল ডেলিভারি

-

ঢাকার এভারকেয়ার হাসপাতালে ২৪ সপ্তাহের (প্রায় ছয় মাস) শিশুর সফল ডেলিভারি হয়েছে। অপরিণত এই শিশু তিন মাস ইনটেনসিভ এবং নিউন্যাটাল কেয়ারে থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পেডিয়াট্রিকস অ্যান্ড নিউন্যাটোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা: আবু সাইদ মোহাম্মদ ইকবালের নেতৃত্বে পেডিয়াট্রিকস অ্যান্ড নিউন্যাটালজি এবং নিউন্যাটাল ইনটেনসিভিস্ট, কো-অর্ডিনেটর, নিউন্যাটোলজি বিভাগের সহায়তায় শিশুটিকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।
মাত্র ৭৫০ গ্রাম ওজন নিয়ে জন্ম নেয়া এই নবজাতকের নিউন্যাটাল পিরিয়ডটি ছিল অনেক কঠিন । শিশুটির মায়ের প্রিম্যাচিউর লেবার, উচ্চ রক্তচাপ ও রক্তক্ষরণের ফলে এই ডেলিভারিটি করা হয়। এর আগে মাত্র ৫৯০ গ্রাম ওজন নিয়ে এক নবজাতকও এই হাসপাতালে জন্ম নিয়েছিল এবং সেও জীবিত আছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement