২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রবাসী সাংবাদিক ও কলামিস্টদের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদ বিএফইউজের

-

প্রবাসী সাংবাদিক ও কলামিস্টদের ব্যাংক হিসাব বিররণী তলবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ। বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করতে এবং দেশে কর্মরত সাংবাদিকদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়াতে এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গেছে, প্রায় সোয়া শ’ মামলা মাথায় নিয়ে নির্বাসনে থাকা দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নিপীড়নের শিকার হয়ে দেশছাড়া প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার, ইলিয়াস হোসেন, কলামিস্ট ড. তুহিন মালিক ও পিনাকি ভট্টাচার্যসহ বহুসংখ্যক সাংবাদিক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টের ব্যাংক হিসাব বিবরণী চেয়ে বিভিন্ন ব্যাংকে গত ২২ নভেম্বর চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সরকারি সংস্থা বিএফআইইউর কর্মকর্তাদের উদ্বৃত করে খবরে জানানো হয়েছে, সরকারি একটি সংস্থার চাহিদার অনুযায়ী তাদের হিসাব বিরবণী এমনকি ব্যক্তিগত তথ্য বিবরণী সংবলিত কেওয়াইসি ফরমও চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement