২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইউজিসির তদন্ত প্রতিবেদন পক্ষপাতমূলক : রাবি ভিসি

-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি ও প্রশাসনের অনিয়ম নিয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদনে ভিসি পদ থেকে সরে যাওয়া অপ্রাসঙ্গিক বলে মনে করছেন রাবি ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান।
গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা এলে সে ক্ষেত্রে তিনি আর ভিসি পদে থাকতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।
এ দিকে ভিসি ও প্রশাসনের অনিয়ম নিয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদন একপেশে ও পক্ষপাতমূলক বলে দাবি করেছেন ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান।
ভিসি বলেন, যেকোনো আমলযোগ্য অভিযোগের তদন্ত বাঞ্ছনীয়। আমি তদন্তের বিপক্ষে নই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যথাযথ হলে তা তদন্তে এক শ’ ভাগ সম্মত আছে। তবে সেই তদন্ত হতে হবে যথাযথ প্রক্রিয়ায়/আইনসিদ্ধভাবে গঠিত পক্ষপাতহীন তদন্ত কমিটির মাধ্যমে। এ বিষয়ে আমি স্পষ্টভাবে গত ৯ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যানকে পত্র দিয়ে জানিয়েছি।

 


আরো সংবাদ



premium cement