১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


আজ মহানবমী

ষোড়শ উপাচারে অষ্টমীর পূজা অনুষ্ঠিত

-

মহাঅষ্টমীর দিনে গতকাল শনিবার সকালে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয়েছে দেবীর পূজা। ১০৮ পদ্ম ও প্রদীপ দিয়ে দেবী দুর্গার আরাধনা করা হয়। করোনা সতর্কতা মেনে পুষ্পাঞ্জলি গ্রহণ ও সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। বেশির ভাগ ভক্ত এবার অঞ্জলি ভার্চুয়াল পদ্ধতিতে নিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে কিছু দর্শনার্থী অবশ্য মন্দিরে উপস্থিত থেকে অঞ্জলি গ্রহণ করেছেন।
করোনা মহামারীর কারণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এবার সরাসরি টেলিভিশনে ও ফেসবুকে অঞ্জলি দেয়ার ব্যবস্থার কথা আগেই জানিয়ে দেয়া হয়েছিল। ভক্তদের বাসায় বসেও অঞ্জলি নেয়ার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে এবার অনেক ভক্তই বাসায় বসে অঞ্জলি গ্রহণ করেন।
মহাঅষ্টমীর মূল আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনে প্রতি বছর এই কুমারী পূজা অনুষ্ঠিত হলেও এবার নির্দেশনার কারণে এ পূজা অনষ্ঠিত হয়নি।
আজ রোববার মহানবমী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ভোর ৫টা ১৭ মিনিট থেকে সকাল ৭টার মধ্যে দুর্গাদেবীর মহা নবমী কল্পারম্ব ও বিহিত পূজা। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন। পরদিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব।

 


আরো সংবাদ



premium cement