২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চোখে যা দেখছি তা মেনে নেয়া যায় না : হাসান সরকার

হান্নান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হাসান উদ্দিন সরকার : নয়া দিগন্ত -

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বর্তমানে সমাজে চোখে যা দেখছি তা মেনে নেয়া যায় না। রাজনৈতিক অঙ্গনের দীর্ঘ দিনের একজন কর্মী হিসেবে নিবেদন করব; জাতিকে আর সর্বনাশ করবেন না। দয়া করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। মনে রাখবেন, যে যেভাবেই ক্ষমতায় গিয়ে মহানায়ক সেজে বসে থাকুন না কেন; একদিন হিসাব দিতেই হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম আ স ম হান্নান শাহের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার শহরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন। গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির সহসভাপতি গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেড ড. সহিদ উজ্জামান, আহম্মদ আলী রুশদি, মো: আনায়ার হোসেন, সৈয়দ আক্তারুজ্জামান, সাবেক গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, বশির আহমেদ বাচ্চু, ুসাইফুল ইসলাম টুটুল, হুমায়ুন কবির রাজু, আব্দুর রহিম, ফারুক হোসেন খান, নূরুল কবীর শরীফ, দীপা চৌধুরী, সাজ্জাদুর রহমান মামুন, জসিম উদ্দিন তালুকদার, বাবুল হোসেন, অ্যাডভোকেড নাসির উদ্দিন নাসির, মইজ উদ্দিন তালুকদার, নজরুল ইসলাম মণ্ডল, অ্যাডভোকেড সাইফুল ইসলাম প্রমুখ।
হাসান সরকার আরো বলেন, বিএনপিকে নিয়ে বর্তমানে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। দিনে বিএনপি রাতে আওয়ামী লীগÑ এমন মুনাফেকদের চিনে রাখতে হবে। ফকির মজনু শাহের সুযোগ্য উত্তরসূরি হান্নান শাহের আজ খুবই প্রয়োজন ছিল। তিনি জীবিত থাকলে দলের সাথে কেউ মুনাফেকি করার সাহস পেত না।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম বলেন, মরহুম আ স ম হান্নান শাহ ছিলেন বিএনপির সবচেয়ে শক্তিশালী খুঁটিগুলোর একটি। বিখ্যাত সাংবাদিক ম্যাসকার হানসের ‘লিগেসি অব ব্লাড’ বইয়ে তার নাম উল্লেখ আছে। কুখ্যাত এক-এগারোতে তিনি সূর্য সৈনিকের দায়িত্ব পালন করেছেন। সমগ্র জাতি তখন তীর্থের কাকের মতো হান্নান শাহের দিকে তাকিয়ে থাকতেন। তিনি বেঁচে থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত হতো।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন বলেন, গাজীপুর বিএনপি আ স ম হান্নান শাহের কাছে চির ঋণী। তার ঋণ কখনো পূরণ হবে না। তিনি বেঁচে থাকলে আজ গাজীপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ কথা বলার দুঃসাহস দেখাতে পারতেন না।


আরো সংবাদ



premium cement
চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু

সকল