২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
সংবাদ সম্মেলনে ইত্তেফাকুল মুসলিমীন

কোরবানির চামড়ার মূল্য ন্যূনতম ২ হাজার টাকা করার দাবি

-

কোরবানির পশুর চামড়ার মূল্য ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ইত্তেফাকুল মুসলিমীন নামে আলেমদের একটি সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলেন, বিভিন্ন দেশে চামড়ার মূল্য আগের মতো থাকলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়ে চামড়া শিল্পকে ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে দিয়েছে। অথচ চামড়ার তৈরি সব জিনিসপত্রের দাম জাতীয় ও আন্তর্জাতিক বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুই হাজার-তিন হাজার টাকার চামড়া গত কোরবানিতে ২০০-৩০০ টাকা দামে বিক্রি করতে হয়েছে, যার কারণে গত কোরবানিতে অনেকেই চামড়া বিক্রি না করে ফেলে দেয়া এবং মাটির নিচে পুঁতে রাখার দৃশ্য জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে।


আরো সংবাদ



premium cement