২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফেনীর সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেনের দাফন সম্পন্ন

-

ফেনীর সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তার পৈতৃক নিবাস ফেনী সদর উপজেলার মধ্যম লেমুয়া দেওয়ানজি বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামানসহ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডা: সাজ্জাদ হোসেন মরহুম দেওয়ান মাহবুবুল হকের বড় সন্তান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
ফেনী জেলা বিএমএ সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার বাসসকে জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেন মৃত্যুবরণ করেন।
ফেনী সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হতে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ এসেছিল। গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখান হতে গত ১৮ জুন পরিবারের সিদ্ধান্তক্রমে সিভিল সার্জনকে ঢাকার আসগর আলী হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ২৪ দিন ধরে লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন।
ডা: কাওসার বলেন, কার্ডিয়াক এ্যারিথমিয়া এবং হার্ট ফেইলিউর হওয়ায় তাকে গত ১ জুলাই ভেন্টিলেশনে নেয়া হয়েছিল। উচ্চ প্রবাহে অক্সিজেন দেয়া হলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে সিভিল সার্জনের ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অফিস সূত্র জানায়, ডা: সাজ্জাদ হোসেন ১৭তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ডা: নাদিরা দিলরুবা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। তার একমাত্র মেয়ে এবার এসএসসি পাস করেছে।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’

সকল