২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
প্রসববেদনায় কাতর রোগিনীকে হাসপাতালে ঢুকতে বাধা

টঙ্গী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে তালা দিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

-

প্রসববেদনায় কাতর নারীকে কোভিড-১৯ রোগিনী সন্দেহে হাসপাতালে ভর্তি না করায় ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছে। বুধবার সকালে গাজীপুর মহানগরের টঙ্গী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। কোনো অবস্থাতেই হাসপাতালে ভর্তি হতে না পেরে অবশেষে অন্য একটি ক্লিনিকে গিয়ে যমজ ছেলেসন্তান প্রসব করেন ওই নারী।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, স্থানীয় গুটিয়া গ্রামের সোহেলের স্ত্রীকে প্রচণ্ড প্রসববেদনাসহ বুধবার সকালে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রসূতির করোনার কোনো লক্ষণ না থাকা সত্ত্বেও তাকে হাসপাতালে ঢুকতেই দেয়া হয়নি। এ সময় প্রসূতির চিৎকারে হাসপাতালের গেটে এক হৃদয়বিদারক দৃশ্যোর অবতারণা হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন এবং হাসপাতালটির অনুমোদন বাতিলের দাবি জানান। এ দিকে বিক্ষুব্ধ এলাকাবাসীর চাপ সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগিনীকে ভর্তি না করায় অবশেষে তাকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আল-কারিম নামের ওই ক্লিনিকে আলোচিত গর্ভধারিণী দুই ছেলেসন্তান প্রসব করেন। যমজ নবজাতকসহ প্রসূতি সুস্থ আছেন।


আরো সংবাদ



premium cement