২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোকে কোভিড হাসপাতাল ঘোষণা করুন : ডা: শাহাদাত

-

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামে দিন দিন করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে বর্তমানে রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। দেশের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এই বন্দর নগরীতে প্রায় ৬০ লাখ লোকের বসবাস। বর্তমানে করোনার প্রাদুর্ভাবের কারণে এই শহরের সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারিভাবে তিনটি হাসপাতালে করোনা চিকিৎসা ও পরীক্ষা করলেও বিশাল জনগোষ্ঠীর তুলনায় এই আয়োজন অত্যন্ত অপ্রতুল। করোনা রোগীর জন্য হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ, অক্সিজেন সিলিন্ডার ও বেডের ব্যবস্থাও নেই। তাই চট্টগ্রামের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।

 


আরো সংবাদ



premium cement