২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

হেলেনা বেগম হেলীর ইন্তেকাল

জাসদের শোক
-

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ্য শাখার সভাপতি মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদের স্ত্রী হেলেনা বেগম হেলী (৫৮) গতকাল রাতে নর্থ লন্ডনের কেমডেনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্বামী, এক মেয়ে, এক ছেলে ও এক নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লন্ডনের বাঙালি কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন তিনি। ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
হেলেনা বেগম হেলী মৃত্যুতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গভীর শোক প্রকাশ করেন এবং তারা শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃদ্বয় বলেন, এ মহিয়সী নারীর মৃত্যুতে লন্ডনের বাঙালি কমিউনিটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের প্রিয় মানুষকে হারাল। অনুরূপ এক বিৃতিতে, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, হেলেনা বেগম হেলীর মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement