২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাহান্নর ভাষা আন্দোলনেই স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়েছিল : জি এম কাদের

-

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, নিজের ভাষার সম্মান রক্ষা করতে বাঙালিরা জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আর সেই গৌরবোজ্জ্বল ত্যাগের স্বীকৃতিস্বরূপ আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তিনি বলেন, বাহান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়েছিল। ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে লড়াই-সংগ্রাম করতে অনুপ্রেরণা জুগিয়েছে।
গতকাল শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।
আলোচনা সভায় আরো বক্তৃতা করেনÑ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো: আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, শ্রমিক পার্টির সভাপতি আশরাফুজ্জামান খান, মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি ইসহাক ভূঁইয়া, ওলামা পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল।
এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, উপদেষ্টামণ্ডলীর সদস্যÑ মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে মেহেদী হাসান হাওলাদার, জামাল হোসেন, নাসির উদ্দিন ও ভিপি কাইউমের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির বেশ কিছু নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।


আরো সংবাদ



premium cement