৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


নড়াইলে শিশু রমজান হত্যারহস্য উদঘাটন

চার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন
-

নাম ব্যঙ্গ করে ডাকায় নড়াইলের লোহাগড়া উপজেলার সিঙ্গা গ্রামে সাত বছরের শিশু রমজানকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে তার খালাতো বোন মীম আক্তার (১৩)। এ দিকে, হত্যার পর মামী পুতুল বেগম (৪০) রমজানের লাশ উঠান থেকে কোলে করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন। আদালতে এমন জবানবন্দী দিয়েছে রমজানের খালাতো বোন মীম এবং সিঙ্গা গ্রামের ইউসুফ শেখের স্ত্রী পুতুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, পুতুল বেগম রোববার বিকেলে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তিনি বলেন, মীম রমজানকে আমাদের বাড়ির উঠানে গলা চেপে হত্যার পর লাশ গুম করতে কোলে করে বাড়ির পাশের ডোবায় ফেলে দিই। অন্য দিকে, গত শনিবার সন্ধ্যায় নড়াইল আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার কাছে দেয়া জবানবন্দীতে মীম জানায়, খালাতো ভাই রমজান তার নাম-‘মীম’ না ডেকে ‘ডিম’ বলে ব্যঙ্গ করত। দীর্ঘদিন ধরে ‘ডিম’ বলে ব্যঙ্গ করায় ঘটনার দিন গত ১৬ অক্টোবর দুপুরে নানাবাড়িতে মীম রমজানকে মারধর করে। একপর্যায়ে রমজান উঠানে পড়ে গেলে মীম তাকে গলা চেপে ধরলে শিশু রমজান শ্বাসরোধে মারা যায়। রমজানের মৃত্যুর পর তার লাশ গুম করতে অন্যরা সহযোগিতা করে। মীম গত সোমবার নানাবাড়ি বেড়াতে আসার পর বুধবার দুপুরে (১৬ অক্টোবর) এ হত্যাকাণ্ড ঘটায়।
এসআই মিলটন কুমার দেবদাস আরো জানান, এ পর্যন্ত রমজানের বাবা ইলু শেখ, মামা ইউসুফ, মামী পুতুল বেগম, খালা লাকি বেগম, তার স্বামী হাবিবুর ও মেয়ে মীমকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া শনিবার রাত ১১টার দিকে রমজানের মামী পুতুল বেগমের ঘর থেকে রমজানের ব্যবহৃত স্যান্ডেল ও বই উদ্ধার করা হয়েছে।
এ দিকে রমজানের বাবা ইলু শেখ, মামা ইউসুফ, খালা লাকি ও খালু হাবিবুর রহমানের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের আদালতে এ রিমান্ড আবেদন করেন। তবে এখনো রিমান্ড শুনানি হয়নি। লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, নানা বাড়ি থেকে ১৬ অক্টোবর সকালে স্কুলে যায় রমজান। স্কুল শেষে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে বিকেলে বাড়ির পাশের ডোবা থেকে রমজানের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। সে লোহাগড়ার সিঙ্গা গ্রামের ইলু শেখের ছেলে এবং সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
রমজানের মা প্রায় চার বছর আগে অসুস্থতার কারণে মারা যান। রমজান সৎ মায়ের সংসারে বড় হচ্ছিল। রমজানের বাবার ও মামার বাড়ি পাশাপাশি হওয়ায় রমজান বেশির ভাগ সময় মামা বাড়ি থেকে রমজানের নানা হবিবর রহমান শেখ বাদি হয়ে গত শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পরদিন (শনিবার) রমজানের খালাতো বোন মীমকে গ্রেফতার করে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সে রমজানকে হত্যার কথা স্বীকার। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিশু রমজান হত্যার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
আইডিবি ২৮ দশমিক ৯ কোটি ডলারের ঋণ সহায়তা দিবে গাজায় সাহায্য সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে আলোচনায় ব্লিঙ্কেনের জর্ডান যাত্রা বৃষ্টি আইনে ভারতের কাছে বাংলাদেশের হার ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আদালতের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত নোয়াখালীতে নজিরবিহীন লোডশেডিং ‘আইসিজের গ্রেফতারি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল’ ‘আনারসের পাতা থেকে সিল্কের জামদানি শাড়ি আশার আলো জাগাবে’ গাজীপুরে তীব্র তাপপ্রবাহের কারণে বেঁকে গেছে রেললাইন, ঢালা হলো পানি সিলেটে বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার ফিলিস্তিনে আহত ও বাস্তুহারাদের জন্য আর্থিক সহায়তা

সকল