০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় নারী শ্রমিক নিহত

-

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ছুটি শেষে বাসায় ফেরার পথে হঠাৎ অঝর ধারায় বৃষ্টি নামে। উপায়ান্তর না পেয়ে বৃষ্টি থেকে রক্ষা পেতে থেমে থাকা একটি কাভার্ডভ্যানের নিচে আশ্রয় নেন ওই নারী শ্রমিক। চালক খেয়াল না করেই আশ্রয় নেয়া নারী শ্রমিককে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মারা যান। এ ঘটনায় ঘাতক চালক ও কার্ভাডভ্যান আটক করা হয়েছে।
গত রোববার রাতে আশুলিয়ার ডিইপিজেড পশ্চিম জোনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী খাতুন (২৮) নাটোর জেলার পাচতিকরি গ্রামের খাদেমুল আলীর মেয়ে। ডিইপিজেড পশ্চিম জোনের হপিক বিডি লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কারখানা ছুটির পর ডিইপিজেড পশ্চিম জোনের মূল ফটকের কাছে পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েকটি কার্ভাডভ্যান সেখানে দাঁড়িয়ে ছিল। তখন কয়েকজন নারী শ্রমিক দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে আশ্রয় নেন। হঠাৎ চালক গাড়িটি চালু করলে অন্যরা বের হতে পারলেও শিল্পী চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
এ বিষয়ে আশুলিয়ার থানার এসআই বদরুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক চালক সোহেল রানাকে কার্ভাডভ্যানসহ আটক করা হয়েছে।
তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, তাড়াশের বারুহাস রানীর হাট আঞ্চলিক সড়কের দিঘুরিয়া ক্ষীরার আড়ত নামক স্থানে অটোরিকশার নিচে পড়ে সুমাইয়া নামে ৩ বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দিঘুরিয়া দিয়ার পাড়ার সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনসহ ৩ জন ক্ষীরার আড়তের মাঠে খেলতে ছিল। খেলা শেষে ২ জন রাস্তা দৌড়ে পার হলেও সুমাইয়া অটোরিকশার নিচে পড়ে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রæত বারুহাস বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ



premium cement