০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ

রানা প্লাজার মতো দুর্ঘটনা আগামীতে আর ঘটবে না

-

সাভারে ২০১২ সালে রানা প্লাজা দুর্ঘটনার মতো আর কোনো দুর্ঘটনা আগামীতে ঘটবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক। গতকাল রাজধানীর হোটেল পূর্বাণীতে ‘কারখানার সংস্কারকাজ সমন্বয়’বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত পাঁচ বছরে রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেনি। চ্যালেঞ্জ করছি, আগামীতেও আর ঘটবে না।’
মুজিবুল হক বলেন, আন্তর্জাতিক ক্রেতাজোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের মে মাসে। কারখানা সংস্কার তদারকিতে তাদেরকে ছয় মাস সময় দেয়া হয়েছে। তারা নতুন করে সময় চাচ্ছে; কিন্তু আমরা আর তাদের সময় বাড়াব না। রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল বা সংস্কারকাজ সমন্বয় সেল (আরসিসি) গঠন করা হয়েছে। এখন আমরাই কারখানা সংস্কারকাজের তদারকি করতে পারব। কারণ অ্যাকর্ড ও অ্যালায়েন্স আমাদের প্রকৌশলী দিয়েই কাজ করিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ৭৫৫টি কারখানা এখন পর্যন্ত তাদের সংস্কারকাজ সম্পন্ন করতে পারেনি। এসব কারখানাকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন না করলে তাদের কারখানা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, আরসিসির সমতা বাড়াতে ইতোমধে ৬০ জন প্রকৌশলী নিয়োগ দেয়া হয়েছে। তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হয়েছে। শিগগিরই আরো ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। এ ছাড়া বিভিন্ন সংস্থার কর্মীসহ মোট ১৩০ জন কাজ করবে এ সংস্থায়।
অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অনুপস্থিতিতে রানা প্লাজার মতো দুর্ঘটনা হতে পারেÑ বিদেশীদের এমন আশঙ্কার কথা স্মরণ করিয়ে দিয়ে এ বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কারখানার সংস্কারকাজের অনেক অগ্রগতি হয়েছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্স, তারা নিজেরাই বলেছে, আমাদের ৯৬ থেকে ৯৯ শতাংশ কারখানার সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, গত পাঁচ বছরে রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেনি। চ্যালেঞ্জ করছি, আগামীতেও আর ঘটবে না।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হলে মুসলিম বিশ্ব বসে থাকবে না : ড. মুহাম্মদ রেজাউল করিম ইউক্রেনের সহায়তায় ব্যবহারের জন্য চুক্তিতে পৌঁছেছে ইইউ আটক করা রুশ সম্পদ আফগানিস্তানে তালেবান গাড়িবহরে বোমা হামলা, নিহত ৩ ইসরাইলকে চূড়ান্ত হুমকি বাইডেনের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রাফায় ইসরাইলি অভিযান ঠেকাতে 'জরুরি পদক্ষেপ' নেয়ার আহ্বান কাতারের জাতিসঙ্ঘে ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা বাড়ছে অবিশ্বাস্য প্রত্যাবর্তন; চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ হায়দরাবাদের কাছে অসহায় আত্মসমর্পণ লখনৌর ইসরাইলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন কানাডাকে হুঁশিয়ারি ভারতের

সকল