০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রংপুর উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে স্মৃতির উৎসব

-

ঐতিহ্যবাহ রংপুর উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে বসেছিল দুই দিনব্যাপী মিলনমেলা। যেখানে প্রাণের স্পন্দনে জেগে উঠেছিল স্মৃতির উৎসব। যোগ দিয়েছিলেন নতুন পুরাতন শিক্ষার্থী ও তাদের স্বজন। স্মৃতি জাগানিয়া দুই দিনের আয়োজনে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণের পরতে পরতে ধ্বনিত হয়েছে আরো এক শ’ বছরের স্বপ্নীল সব প্রত্যাশা।
‘শত বর্ষে শত প্রাণ বাজুক প্রাণে ঐক্যতান’ স্লোগানকে বুকে ধারণ করে ১৯৪৯ থেকে শুরু ২০১৮ ব্যাচের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক, অভিভাবকদের পদচারণায় দুই দিন মুখরিত ছিল রংপুর বিদ্যালয় প্রাঙ্গণ। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিনের এই আয়োজন ছিল ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, কৃতী শিক্ষার্থী, অভিভাবক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সমাপনী দিনে সকাল থেকে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। সেই স্মৃতিচারণে উঠে আসে নানা স্মৃতি। নানা কথা। সবাই তন্ময় হয়ে একে-অপরের কথা শোনেন। বহু দিনের পুরনো বন্ধুকে বহু বছর পার কাছে পেয়ে জড়িয়ে ধরেন। সে যেন ভিন্নরকম এক পাওয়ার হিন্দোল বয়ে যাচ্ছিল তখন পুরো বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে। নতুন-পুরাতন শিক্ষার্থীরা এসব দাবি করেন রংপুর উচ্চবিদ্যালয়কে সরকারীকরণের।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। বক্তব্য রাখেন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুযন আযাদ, সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাষাসৈনিক আব্দুল গণি সরকার, ফজলার রহমান, মুক্তিযোদ্ধা মরহুম জেনারেল মোস্তাফিজুর রহমান বীর বিক্রম, মুক্তিযোদ্ধা নুরুর রসুল চৌধুরী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ ২৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় ১৯৭৪ ব্যাচের মশিউর রহমান রাঙ্গা এমপি, সাহিত্যে ১৯৬৯ ব্যাচের ডা: মফিজুল ইসলা মান্টু, ক্রীড়ায় ১৯৬৫ ব্যাচে এ এ লতিফুর রহমান খান, ১৯৭৮ ব্যাচের হারুন-অর-রশিদ, শিক্ষায় ১৯৭৬ ব্যাচের টি এম এম নুরুল ইসলাম মোদ্দাসের চৌধুরী, ১৯৯২ ব্যাচের শাইখ ইমতিয়াজ, ২০০০ ব্যাচের ড. মো: জিহাদ মিয়া, চিকিৎসায় ১৯৮০ ব্যাচের ডা: আতাউর রহমান, ২০০০ ব্যাচের ডা: আনোয়ারুল আলম চৌধুরী, শিল্পকলায় ১৯৮৩ ব্যাচের জিয়াউল কবির, সঙ্গীতে ১৯৮৩ ব্যাচের রফিকুল ইসলাম রইচ, নাটকে ১৯৬৫ ব্যাচের মাধব চন্দ্র সরকার, সংগঠকে ১৯৮৩ ব্যাচের রেজাউল ইসলাম মিলন, সাংবাদিকতায় ১৯৭৪ ব্যাচের নজরুল মৃধা, ১৯৮৩ ব্যাচের জাভেদ ইকবাল, আইন পেশায় ১৯৭০ ব্যাচের বিনয় ভূষণ রায়, প্রশাসনে ১৯৮৩ ব্যাচের লুৎফুল হাসান রুমী, ১৯৭৮ ব্যাচের মো: সিরাজুল ইসলাম, ব্যবসায় ১৯৭৫ ব্যাচের মঞ্জুর আহমেদ আজাদ, স্কুলশিক্ষকদের মধ্যে শিক্ষকতায় মো: সেকেন্দার আলী, স্কাউটিংয়ে শিক্ষক মো: মাহবুবুল আলম প্রামাণিক, অভিভাবকে আব্দুল গণি, স্বমহিমায় জীবনের সাফল্যে আরোহন বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক দেয়া হয় শাহার আলীকে।
উৎসবের শেষ রাতে চ্যানেল আই সেরা কণ্ঠের দোলা, কোজআপ তারকা বাপ্পী, স্কুলের প্রাক্তন ছাত্র সঙ্গীত পরিচালক আল আমিনসহ জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 


আরো সংবাদ



premium cement
তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খুলনার পিপির আইন পেশা পরিচালনার ওপর এক মাসের নিষেধাজ্ঞা কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

সকল