০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


কার্লসেন-প্রজ্ঞানন্দ দ্বিতীয় গেমও ড্র, টাইব্রেকারে বিশ্বকাপের নিষ্পত্তি

কার্লসেন-প্রজ্ঞানন্দ দ্বিতীয় গেমও ড্র, টাইব্রেকারে বিশ্বকাপের নিষ্পত্তি - ফাইল ছবি

ভারতের চন্দ্রযানের সফল অবতরণের দিন কি আরো একটি ইতিহাস সৃষ্টি হবে? বুধবার সকাল থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল।

ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে রমেশবাবু প্রজ্ঞানন্দের দাবা বিশ্বকাপ জয়ের অপেক্ষায় ছিল ভারতের ক্রীড়াপ্রেমীরা।‌ ল্যান্ডার বিক্রমের ৪০ দিনের প্রতীক্ষা বুধবার শেষ হলেও প্রজ্ঞানন্দের আরো এক দিন দীর্ঘায়িত হলো। প্রথম গেমের পর দ্বিতীয় গেমও অমীমাংসিত। অর্থাৎ, বৃহস্পতিবার ম্যাচের ফয়সালা হবে টাইব্রেকারে।

বুধবার এক ঘণ্টার ওপর তীব্র প্রতিযোগিতার পর কোনো রেজাল্ট হলো না। প্রথম মুভ থেকেই বোঝা যাচ্ছিল, ম্যাচটা ড্রয়ের জন্য খেলছেন কার্লসেন। বৃহস্পতিবার টাইব্রেকারে নিয়ে যাওয়াই বিশ্বের এক নম্বর দাবাড়ুর লক্ষ্য ছিল। এমনকি দ্বিতীয় গেম শুরু হওয়ার আগেই এমনই আশঙ্কা করেছিলেন বিশ্বনাথন‌‌ আনন্দ।

গত দু'দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন কার্লসেন। সেই অবস্থায় প্রথম দুই গেম খেলেন। তাই সাদা ঘুঁটি নিয়ে খেললেও এদিন ম্যাচের নিষ্পত্তি চাননি তিনি। অসুস্থতার মধ্যে পুরো মনোযোগ দেয়া সম্ভব নয়। তাই সম্পূর্ণ সুস্থ এবং শারীরিকভাবে ফিট হয়েই চূড়ান্ত রাউন্ডে নামতে চান কার্লসেন।

দু'জন গ্র্যান্ডমাস্টারই প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লড়ছেন। এদিন ৩০টি মুভের পর খেলা ড্র ঘোষিত হয়। মঙ্গলবার ৩৫ মুভের পর হাত মিলিয়েছেন দুই দাবাড়ু। কিন্তু এদিন তুলনায় খেলা দ্রুত শেষ হয়ে যায়। সাদা ঘুঁটি নিয়ে খেললেও তার ফায়দা তুলতে পারেননি কার্লসেন। আজ টাইব্রেকারেই ম্যাচের ফয়সালা হবে।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement