০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


করোনায় বিশ্বে একদিনে আরো ৮ হাজার মানুষের মৃত্যু

- ছবি - সংগৃহীত

বিশ্বে করোনাভাইরাসে একদিনে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো আট হাজার ১৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৮৬ হাজার ৫২৮ জন।

এছাড়া আক্রান্ত হয়েছেন আরো ছয় লাখেরও বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন।

সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৮৭৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি দুই লাখ ৭০ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে আট লাখ ১২ হাজার ২০৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৫০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৩ হাজার ৭৫৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭২৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৬ হাজার ৬৭ জনের।


আরো সংবাদ



premium cement