২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মাইক্রোসফট বিংয়ে তিয়ানানমেন স্কয়ারের ট্যাঙ্ক ম্যানের ছবি ব্লক

মাইক্রোসফট,Tank Man,Chinese military,Microsoft
মাইক্রোসফট বিংয়ে তিয়ানানমেন স্কয়ারের ট্যাঙ্ক ম্যানের ছবি ব্লক - ছবি : সংগৃহীত

টেক জায়ান্ট মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে তিয়ানানমেন স্কয়ারের 'ট্যাঙ্ক ম্যানের' ছবি সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযোগ করা হচ্ছে, ছবিটি প্রদর্শন ব্লক করেছে মাইক্রোসফট নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিনটিতে।

শুক্রবার তিয়ানানমেনের বিক্ষোভের ৩২তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে বিংয়ে অনুসন্ধান করতে গিয়ে 'ট্যাঙ্ক ম্যানকে' খুঁজে পাননি নেটিজেনরা।

চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে ১৯৮৯ সালের জুনে গণতন্ত্রকামী মানুষের এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ দমনে চীনা সামরিক ট্যাঙ্ক বহর তিয়ানানমেন স্কয়ারের দিকে অগ্রসর হলে তাতে বাধা দেয়ার জন্য এক নিরস্ত্র ব্যক্তি ট্যাঙ্কগুলোর সামনে দাঁড়িয়ে যান।

ট্যাঙ্কগুলো গতিপথ পরিবর্তন করে তাকে পাশ কাটাতে চাইলে তিনি আবার বহরের সামনে গিয়ে দাঁড়ান। বিক্ষোভ দমনে তিয়ানানমেন স্কয়ারের দিকে যেতে ট্যাঙ্ককে বাধা দেয়ায় তিনি ট্যাঙ্ক ম্যান হিসেবে পরিচিতি পান।

চীনে সরকারি নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভের কোনো উল্লেখ বা অন্য গণতান্ত্রিক আন্দোলনের প্রচারণা সেন্সর করে আসা হচ্ছে। কিন্তু চীনের বাইরে বিংয়ের এই ঘটনায় অবাক হয়েছেন নেটিজেনরা।

তবে মাইক্রোসফট বলছে 'দুর্ঘটনাজনিত মানবিক ত্রুটিতে' এই ঘটনা ঘটেছে। বর্তমানে ত্রুটি মেরামতের জন্য তারা কাজ করছেন।

সার্চ ইঞ্জিন ডাকডাকগো একই অবস্থার মুখোমুখি হয়। কর্তৃপক্ষ জানায়, শিগগির এই ত্রুটি মেরামত করা হবে।

এদিকে প্রতিদ্বন্দ্বী গুগলের সার্চ ইঞ্জিনে শুক্র ও শনিবার 'ট্যাঙ্ক ম্যানের' অনুসন্ধানে বিভিন্ন চিত্রই প্রদর্শিত হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক টেক কোম্পানিগুলো চীনের বিপুলায়তনের বাজারে প্রবেশ করতে চাচ্ছে। এই লক্ষ্যে তারা চীনা সরকারের বিভিন্ন বিষয়ে সেন্সরশিপের নীতিতে সম্মতি প্রকাশ করছে।

চীনে প্রবেশের সুযোগ পাওয়া স্বল্প কিছু বিদেশি সার্চ ইঞ্জিনের মধ্যে একটি মাইক্রোসফট বিং। দালাই লামা, তিয়ানানমেন স্কয়ার বা ফালুন গংসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সেন্সরে সম্মতির পরেই তারা চীনে প্রবেশের সুযোগ পেয়েছে।

২০১৪ সালে গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য চীনের অভ্যন্তরের মতোই দালাই লামা, তিয়ানানমেন স্কয়ার ও ফালুন গংসহ বিভিন্ন বিষয়ে সেন্সর করা হচ্ছে।

২০০৯ সালে নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধক নিকোলাস ক্রিস্টোফ এক নিবন্ধে লিখেন, চীনা ভাষায় দালাই লামা, তিয়ানানমেন স্কয়ার ও ফালুন গংসহ বিভিন্ন বিষয় তিনি অনুসন্ধান করলে বিংয়ে সেন্সর করা ফল তাকে প্রদর্শন করা হয়।

সূত্র : গার্ডিয়ান


আরো সংবাদ



premium cement
ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল ওবায়দুল কাদের সম্পর্কে ‘মিথ্যাচার’ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা উপজেলা নির্বাচন : কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার ফেসবুকে ভিডিও দিয়ে মাসে লাখ টাকা আয় আরিয়ান মুন্নার নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু বেনাপোলে সামুদ্রিক মাছের ট্রাকে ৪৭০ কেজি চিংড়ি আটক তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি, লোডশেডিং রেকর্ড ৩২০০ মেগাওয়াট

সকল